মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আক্রমণের বার্ষিকীতে প্রথমবারের মতো লিওপার্ড ট্যাংক হাতে পেয়েছে ইউক্রেন। পোলান্ড বলছে, তারা ইউক্রেনকে জার্মানির তৈরি চারটি লিওপার্ড-২ ট্যাংক সরবরাহ করেছে।
এই ট্যাংকের মাধ্যমে কিয়েভে পশ্চিমা মিত্রদের দ্বারা প্রথমবারের মতো লিওপার্ড ট্যাংক সরবরাহ করা হলো।
অন্যদিকে, জার্মানি বলেছে, তারা ইউক্রেনকে আরো চারটি লিওপার্ড ট্যাংক সরবরাহ করবে। এতে তাদের সরবরাহ করা মোট ট্যাংকের সংখ্যা হবে ১৮। শুক্রবার জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার বলেছেন, তাদের জাতি রাশিয়ার বিরুদ্ধে বিজয়ী হবে। আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বর্ষে পদার্পন করলো। অথচ, দৃশ্যত যুদ্ধের কোনো সমাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না।
শুক্রবার হোয়াইট হাউজ বলেছে, তারা ব্যাংক খাত, খনি এবং প্রতিরক্ষা খাত লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে রাশিয়ার যুদ্ধকে সমর্থনকারী ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচে সক্রিয় রুশ এবং তৃতীয় দেশের ২০০-র বেশি ব্যক্তি এবং সংস্থা। এছাড়া, শুক্রবার হোয়াইট হাউজ ইউক্রেনকে অতিরিক্ত ২০০ কোটি ডলার সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার জাতিসঙ্ঘ অবিলম্বে এবং নিঃশর্তভাবে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবিতে একটি প্রস্তাব অনুমোদন করেছে। সূত্র : আলজাজিরা ও রয়টার্স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।