মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অবশেষে ভারতের দিল্লির মেয়র নির্বাচিত হলেন আম আদমি পার্টির শেলি ওবেরয়। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রেখা গুপ্তাকে ৩৪ ভোটে পরাজিত করেন তিনি।
ডিসেম্বর মাসে দিল্লি করপোরেশনের নির্বাচন হলেও মেয়র নির্বাচিত করা নিয়ে জটিলতা দেখা দেয়। দিল্লির ২৫০টি আসনের ভোটে আম আদমি পার্টি ১৩৪ এবং বিজেপি ১০৪ আসনে জয়লাভ করে। নির্বাচিত কাউন্সিলর ছাড়াও লোকসভার ৭ ও রাজ্যসভার ৩ সদস্য এবং ১৪ জন বিধায়কের ভোটাধিকার রয়েছে করপোরেশনের মেয়র নির্বাচনে। কিন্তু দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা পৌরসভার ১০ মনোনীত সদস্যের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে চাইলে বিপত্তি বাঁধে।
তবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, মেয়র নির্বাচনে উপরাজ্যপাল মনোনীত সদস্যরা ভোট দিতে পারবেন না। এর পর গতকাল বুধবার কড়া নিরাপত্তার মধ্যে রাজধানী শহরের মেয়র নির্বাচিত হন শেলি ওবেরয়। এ ছাড়া ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন আম আদমি পার্টিরই অ্যালে মোহম্মদ ইকবাল। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দিল্লির শাসক দল পৌর প্রশাসনেরও দায়িত্ব পেল। সূত্র : এনডিটিপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।