Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ডে তীর্থদর্শনে এসে চারদিন নিখোঁজের পর পাহাড়ী খাদ থেকে পূণ্যার্থী লাশ উদ্ধার

সীতাকুণ্ড( চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১৭ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় মহাতীর্থ দর্শনে এসে নিখোঁজের চার দিন পর আশুতোষ চন্দ্র নাথ (৪৫) নামক এক দর্জির
মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ (২১ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে খবর পেয়ে বিকেলের দিকে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের সমুদ্র পৃষ্ট থেকে প্রায় ৯’শ ফুট উঁচু পাহাড়ি পাদদেশের একটি খাদথেকে তার মরদেহটি উদ্ধারের পর বিকালেই নিহতের পরিবারের হাতে তুলে দেয়া হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,গত শুক্রবার চন্দ্রনাথ ধামে অনুষ্ঠিত
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে পাহাড়ি পথে প্রচন্ড ভিড়ের সৃষ্টি হয়। তখন দুই পূণ্যার্থী পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যান বলে গুজব ছড়িয়ে পড়ে এলাকায় । এদিকে রবিবার সকাল থেকে ভিড় ক্রমশ বাড়তে থাকে চন্দ্রনাথ ধামে। এসময়ে পড়ে মারা গেছে কিনা তখন পুলিশ অথবা ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারেনি। গত সোমবার চারদিন ব্যাপী আয়োজিত এই মেলা শেষ হলে কয়েকজন পূণ্যার্থী নিখোঁজ হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। সব শেষে আজ মঙ্গলবার দুপুরে খবর পেয়ে
সীতাকুণ্ড থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে চন্দ্রনাথ ধামের একটি খাদ থেকে আশুতোষ চন্দ্র নাথ দর্জির মরদেহ উদ্ধার করেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি টিম। এবিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশান অফিসার নুরুল আলম দুলাল বলেন, আশুতোষ নামক এক ব্যক্তির চন্দ্রনাথ ধামের প্রায় ৯’শ ফুট উঁচু পাহাড় থেকে খাদে পড়ে মারা যান। আমরা বিকাল ৪টা থেকে উদ্ধার কাজ শুরু করলেও কাজটি আসলেই অনেক কঠিন বলা চলে। লাশ উদ্ধারের পর সীতাকুণ্ড মডেল থানাকে তুলে দেয়া হয়।এদিকে নিহতের পরিবারের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল আলম দুলাল আরো বলেন,
নিহত আশুতোষ পেশায় একজন টেইলার্স ও
ডেকারেশন ব্যবসায়ী। শনিবার বিকালে মহাতীর্থ দর্শনে এসে তিনি নিখোঁজ হয়ে যান।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ জানান, শিব চতুর্দশী মেলার পর থানায় দুই জন নিখোঁজ হয়েছে বলে
ভুক্তভোগিরা থানায় ডায়েরী করেছেন। তার মধ্যে একজন বাইরের ও অপরজন স্থানীয় বাসিন্দা। আজ পাহাড়ি গভীর খাদে পড়ে যাওয়া একজনের লাশ ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে সেটি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়াধীন। তিনি বলেন নিহত ব্যক্তি উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতনগর গ্রামের মৃত ঈশ্বর চন্দ্র নাথের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ