Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কশিট দিতে দেরি করায় অধ্যক্ষের গায়ে ছাত্রের আগুন!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০৯ পিএম

মার্কশিট হাতে পেতে দেরি হওয়ায় রাগে কলেজের অধ্যক্ষের গায়ে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। সোমবার ভারতের মধ্যপ্রদেশের ইনদরে বিএম ফার্মেসি কলেজে এই ঘটনাটি ঘটেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, অগ্নিদগ্ধ ওই অধ্যক্ষের নাম বিমুক্তা শর্মা। বিমুক্তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিমুক্তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। আগুন লাগাতে গিয়ে অভিযুক্ত আশুতোষের শরীরের একাংশও পুড়ে গিয়েছে।

পুলিশ জানায়, বিমুক্তা সোমবার কলেজ থেকে বেরিয়ে বাড়ি যাবেন বলে নিজের গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন। তখনই আশুতোষ গিয়ে তার সঙ্গে বাদানুবাদে জড়ান। এরপরই আশুতোষ বিমুক্তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন বলে অভিযোগ। অভিযুক্ত ছাত্রটি পার্শ্ববর্তী উজ্জয়নের বাসিন্দা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সুপার (গ্রামীণ) ভগবত সিং বিরদে সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ওই নারী অধ্যক্ষ কথা বলার মতো অবস্থায় নেই। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় তার হাতেরও বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। তিনি বলেন, অভিযুক্ত ওই ঘটনা ঘটিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি তিনচা জলপ্রপাতে ঝাঁপ দেয়ার চেষ্টা করার সময় তাকে উদ্ধার করে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, কয়েক মাস আগে একই কারণে কলেজের অন্য এক অধ্যাপকের ওপর হামলা করার অভিযোগে আশুতোষকে আটক করা হয়েছিল। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

মার্কশিট দিতে দেরি করায় অধ্যক্ষের গায়ে ছাত্রের আগুন!
ইনকিলাব ডেস্ক
মার্কশিট হাতে পেতে দেরি হওয়ায় রাগে কলেজের অধ্যক্ষের গায়ে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। সোমবার ভারতের মধ্যপ্রদেশের ইনদরে বিএম ফার্মেসি কলেজে এই ঘটনাটি ঘটেছে। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, অগ্নিদগ্ধ ওই অধ্যক্ষের নাম বিমুক্তা শর্মা। বিমুক্তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিমুক্তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। আগুন লাগাতে গিয়ে অভিযুক্ত আশুতোষের শরীরের একাংশও পুড়ে গিয়েছে।
পুলিশ জানায়, বিমুক্তা সোমবার কলেজ থেকে বেরিয়ে বাড়ি যাবেন বলে নিজের গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন। তখনই আশুতোষ গিয়ে তার সঙ্গে বাদানুবাদে জড়ান। এরপরই আশুতোষ বিমুক্তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন বলে অভিযোগ। অভিযুক্ত ছাত্রটি পার্শ্ববর্তী উজ্জয়নের বাসিন্দা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সুপার (গ্রামীণ) ভগবত সিং বিরদে সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ওই নারী অধ্যক্ষ কথা বলার মতো অবস্থায় নেই। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় তার হাতেরও বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। তিনি বলেন, অভিযুক্ত ওই ঘটনা ঘটিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি তিনচা জলপ্রপাতে ঝাঁপ দেয়ার চেষ্টা করার সময় তাকে উদ্ধার করে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, কয়েক মাস আগে একই কারণে কলেজের অন্য এক অধ্যাপকের ওপর হামলা করার অভিযোগে আশুতোষকে আটক করা হয়েছিল। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ