Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরনো ফার্নিচার দেওয়ায় বিয়ে বাতিল!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪৪ পিএম

যৌতুক হিসেবে কনের বাবা বরকে দেন ফার্নিচার। কিন্তু বরের অভিযোগ, ফার্নিচার পুরনো। এই নিয়ে তিনি বিয়ে বাতিল করেছেন। এই ঘটনা ভারতের হায়দ্রাবাদের। গতকাল সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই বর বাসের চালক হিসেবে কাজ করেন। কিন্তু গত রোববার তিনি বিয়েতে হাজির হননি। এই নিয়ে কনের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন।

কনের বাবা গণমাধ্যমে বলেছেন, বরের বাড়িতে গেলে বরের বাবা তার সঙ্গে খারাপ আচরণ করেছেন। তিনি আরও বলেছেন, তারা যা যৌতুক হিসেবে চেয়েছেন আমি তা দেইনি এবং ফার্নিচার ছিল পুরনো। তারা বিয়েতে আসেনি। আমি বিয়ের জন্য রান্নাবান্না করি, আয়োজন করি এবং আত্মীয় স্বজনদের দাওয়াত দিই। কিন্তু বিয়েবাড়িতে বর আসেনি।

অভিযোগের ভিত্তিতে পুলিশ জানিয়েছে,অন্যান্য জিনিস ছাড়াও যৌতুক হিসেবে বর পক্ষের দাবি ছিল ফার্নিচার। কিন্তু পুরনো ফার্নিচার দেওয়ায় বরপক্ষ বিয়ে দিন আসেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ