মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের আইফোন কিনে দাম দিতে না পারায় ডেলিভারি ম্যানকে হত্যা করে বাসায় তিন দিন লুকিয়ে রাখার পর পুড়িয়ে ফেলেছেন এক ক্রেতা। ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটক রাজ্যের হাসান এলাকায়।
পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি হেমন্ত দত্ত নামের ওই যুবক তার নিজ বাসায় ডেলিভারি ম্যান হেমন্ত নায়েককে একাধিকবার ছুরিকাঘাতে হত্যা করেন।
তিনি ই-কার্টের পণ্য ডেলিভারি দিতেন। ই-কার্ট হচ্ছে ভারতের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের সহযোগী প্রতিষ্ঠান।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অনলাইনে একটি আইফোনের অর্ডার করেছিলেন হেমন্ত দত্ত। ৭ ফেব্রুয়ারি সেটি ডেলিভারি দিতে যান হেমন্ত নায়েক। এ সময় আইফোনের মূল্য পরিশোধ করতে না পেরে ডেলিভারি ম্যানকে হত্যার পর লাশ ঘরে লুকিয়ে রাখেন যুবক হেমন্ত দত্ত। তিন দিন পর লাশটি বস্তায় ভরে স্কুটারে করে স্থানীয় একটি রেললাইনের পাশে নিয়ে পুড়িয়ে ফেলেন তিনি।
ঘটনার তিন দিন পর ডেলিভারি ম্যান হেমন্তর ভাই মঞ্জু নায়েক পুলিশের কাছে ভাইয়ের নিখোঁজ হওয়ার ব্যাপারে অভিযোগ করলে ঘটনার তদন্তে নামে পুলিশ। এর পরই বেরিয়ে আসে লোমহর্ষক এ ঘটনা।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেমন্ত দত্ত স্কুটারে বস্তায় ভরে লাশ নিয়ে রেললাইনের দিকে যাচ্ছেন। তার দুদিন আগে আরেকটি সিসিটিভি ফুটেজে তাকে পেট্রল পাম্প থেকে পেট্রল কিনতে দেখা গেছে।
পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে। কেবল আইফোনের দাম দিতে না পারায় ডেলিভারি ম্যানকে হত্যা করা হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।