Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমিকের সঙ্গে রেস্তোরাঁয়, মা এসে করলেন জুতাপেটা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫০ পিএম

ভালবাসা উদ্‌যাপন করতে ‘ভ্যালেন্টাইন্‌স ডে’ তে নানা রকম পরিকল্পনা করেন যুগলরা। উপহার তো আছেই। এছাড়াও ঘুরতে ও খেতে যাওয়ার ঘটনা সাধারণ। কিন্তু ভালবাসা উদ্‌যাপন করতে গিয়ে যে এমন পরিণতি হবে, তা আন্দাজও করতে পারেনি এক যুগল।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, অতর্কিতে পিছন থেকে এক মহিলা জুতা হাতে ধেয়ে আসছেন যুগলের দিকে। কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমেষে একের পর এক জুতোর আঘাত করতে থাকেন সপাটে।

ততক্ষণে তরুণী টের পেয়ে গিয়েছেন, ওই নারী আসলে তার মা। মাকে দেখে ভয়ে টেবিল ছেড়ে বেরিয়ে আসেন তিনি।

মায়ের হাত থেকে প্রেমিককে আটকাতে গেলে জুতাপেটা জোটে মেয়ের কপালেও। মেয়েকে ওই তরুণের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে রাগে ফেটে পড়েন তিনি। নিজেকে বাঁচাতে চেষ্টা করেও বিফল ওই তরুণ টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে ওই তরুণ কাকুতি-মিনতি করতে থাকেন, যেন তার প্রেমিকাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সে কথায় কান না দিয়ে একের পর এক মার পড়তে থাকে।।

পুরো ঘটনাটি ভিডিও করেন ওই নারীর সঙ্গে থাকা অন্য এক জন। সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তবে ঘটনা কোথাকার তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে ঘটনাটি পাকিস্তানের বলে মনে করা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ