Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার আবাসিক হোটেল থেকে ২ পর্যটক মা-ছেলের লাশ উদ্ধার

কক্সবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৩ পিএম

কক্সবাজার কলাতলী সী আলিফ নামক একটি হোটেলের ৪১১ নং কক্ষ থেকে ২ পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ফ্রেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের সী আলিফ নামক একটি হোটেল থেকে এই দুই লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে মরদেহ দুইটি মা ও ছেলের। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় মেলেনি।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

ওসি রফিকুল ইসলাম বলেন, নিহত মহিলা চট্টগ্রাম বাশঁখালীর বাসিন্দা। সে গত ১৪ ফ্রেবুয়ারি ৩টি ছেলে ও স্বামী- স্ত্রী পরিচয় দিয়ে হোটেল রুম নেন। তারা কয়েকদিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান। আজ সকালে তারা সবাই হাসিমুখে ছিল। কিন্তু হঠাৎ তাদের রুম খোলা দেখে হোটেল বয় গিয়ে দেখে মা ছেলের মরদেহ পরে আছে। পরে হোটেল কতৃপক্ষ ৯৯৯ কল দিয়ে জানালে আমরা ঘটনা স্থলে আসি।
ঘটনার পর ২ ছেলেকে নিয়ে লাপাত্তা হয়ে যায় স্বামী পরিচয় দেওয়া লোকটি।

তবে কি কারণে হত্যা করা হয়েছে সেটির রহস্য বের করার চেষ্টা চলছে বলে জানান পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ