Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৬ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি বেকারির কারখানা থেকে বাচ্চু মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কয়খা গ্রামের বিসমিল্লাহ বেকারির কারখানার রান্নাঘর থেকে কোটালীপাড়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত বাচ্চু মোল্লা তিন সন্তানের জনক ও কয়খা গ্রামের জহর মোল্লার ছেলে। নিহতের স্ত্রী সম্পা বেগম জানান বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় একটি ফোন পেয়ে স্বামী বাচ্চু মোল্লা বাড়ি থেকে বের হয়ে যান। তিনি বলেন, আমার স্বামীর মাঝবাড়ি গ্রামের এক নারীর সাথে সম্পর্ক ছিল। ওই নারীর স্বামী আমার স্বামীকে হত্যা করেছে বলে আমার ধারণা। আমি সঠিক তদন্তের মাধ্যমে আমার স্বামী হত্যার বিচার চাই। কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, স্থানীয় সূত্রে আমরা খবর পেয়ে বিসমিল্লাহ বেকারির রান্নাঘর থেকে বাচ্চু মোল্লার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করি। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা। রিপোর্ট পাওয়ার পরই আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ