মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছেন ২ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয় আলাবামা অঙ্গরাজ্যের একটি মহাসড়কে স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম এবিসি নিউজ।
টেনেসি ন্যাশনাল গার্ডের এক বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত ওই সামরিক হেলিকপ্টারটি ছিল টেনেসি ন্যাশনাল গার্ডের। এটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল। প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটি হান্টসভিল শহরের কাছে দুপুরের দিকে বিধ্বস্ত হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড হলো রাষ্ট্রভিত্তিক সামরিক বাহিনী যা মার্কিন সামরিক বাহিনীর রিজার্ভের অংশ। এ বাহিনীকে জরুরি ফেডারেল মিশনের জন্য সক্রিয় করা হয়ে থাকে।
টেনেসির অ্যাডজুট্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ওয়ার্নার রস এক বিবৃতিতে বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় টেনেসি ন্যাশনাল গার্ডের দুই সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। হৃদয়বিদারক এই ঘটনায় নিহতদের পরিবারের জন্য আমরা প্রার্থনা করি এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
আলাবামা আইন প্রয়োগকারী সংস্থার মতে, আলাবামা-টেনেসি সীমান্তের কাছে ম্যাডিসন কাউন্টির বুরেল রোডের মোড়ের কাছে ৫৩ নম্বর হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটেছে।
ন্যাশনাল গার্ডের মুখপাত্র রবার্ট কারভার এক বিবৃতিতে বলেছেন, ‘হেলিকপ্টার বিধ্বস্তের সম্ভাব্য কারণ উল্লেখ করার উপযুক্ত সময় এখন নয়। সমস্ত সামরিক বিমান দুর্ঘটনার মতো এই ঘটনাটিও তদন্ত করা হবে। আইন প্রয়োগকারী সংস্থা এবং দুর্ঘটনাস্থলে কাজ করা কর্মীদের সহায়তা করবে ন্যাশনাল গার্ড।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।