মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভূমিকম্পের পর এক সপ্তাহেরও বেশি সময় ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন ৭৭ বছর বয়সী বৃদ্ধা ফাতমা গুঙ্গর। ভূমিকম্পের প্রায় ২২৮ ঘণ্টা পর প্রবীণ এই নারীকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় তিনি জানতে চান ‘আজ কী বার?’। মঙ্গলবার তুরস্কের আদিয়ামান শহরে এ ঘটনা ঘটে। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উদ্ধারের পর ফাতমা গুঙ্গর পরিবারের সদস্যদের জড়িয়ে ধরেন।
অন্যদিকে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আন্তাকিয়া থেকে ১০তম দিনে এক মা ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২২৮ ঘণ্টা ধরে তারা ধ্বংসস্তূপের নিচে আটকা ছিলেন।
আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, ইলা ও তার দুই শিশু মেইসাম ও আলীকে একটি বিধ্বস্ত অ্যাপার্টমেন্টের ব্লক থেকে উদ্ধার করা হয়েছে।
গত সোমবার আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চল মারত্মকভাবে বিধ্বস্ত হয়। ভূমিকম্পের আঘাতে দুই দেশে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ৩৫ হাজারের বেশি।
তুরস্ক ছাড়াও সিরিয়া, লেবানন, সাইপ্রাসের মতো প্রতিবেশী দেশগুলোতেও আঘাত হানে ওই ভূকম্পন। এর মধ্যে সিরিয়ায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৮০০ জনের বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।