Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ব ইউক্রেনে সাফল্য পাচ্ছে রুশ সেনারা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩২ এএম

পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ওই অঞ্চলের অনেক স্থান তারা দখল করে নিয়েছে। এমন সময়ে ইউক্রেনকে সামরিক সহায়তা পাঠানোর বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট তার সদস্যদের নিয়ে আলোচনা শুরু করেছে।

এদিকে পশ্চিমা দেশগুলোর কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ জোরদার করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, ইউক্রেন এবং তার মিত্রদের পূর্ণশক্তি অর্জনের আগে রাশিয়া যতটা সম্ভব বেশি এলাকা দখল করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। এজন্য এখন ন্যাটোর সামরিক সহায়তা বৃদ্ধি মূখ্য বিষয় হয়ে উঠেছে। সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত বাস্তবায়ন, সরবরাহ চালান পাঠানো এবং প্রশিক্ষণ প্রদান- সব ক্ষেত্রেই এখন গতি দরকার। এই গতি এখন মানুষের জীবন বাঁচাবে, নিরাপত্তা ফিরিয়ে আনবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মিত্রদের মধ্যে যারা এই গতির গুরুত্ব বুঝবে তাদেরকে ধন্যবাদ। তিনি তাদের দ্রুত অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করতে বলেন।

বর্তমানে ইউক্রেনকে সামরিক সহায়তা পাঠানোর বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রতিরক্ষামন্ত্রীরা গতকাল থেকে দুই দিনের আলোচনা শুরু করেছেন। সূত্র : আল-জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ