Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রিপুরায় ভোটগ্রহণ শুরু, ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩১ এএম | আপডেট : ১০:৪৯ এএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

ভারতের ত্রিপুরা রাজ্যে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ হচ্ছে। ভোট প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ৬০ আসনে এবার ত্রিমুখী লড়াই হতে পারে বলে মনে রাজনৈতিক পর্যবেক্ষকদের। বিজেপি ও তার সহযোগী আইপিএফটির বিরুদ্ধে বাম-কংগ্রেস জোটের জোর টক্কর হতে পারে বলে মনে করা হচ্ছে। এর সাথে যুক্ত হচ্ছে তিপরা মোথাকে ঘিরে ভাবাবেগ।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সব মিলিয়ে ৩৩৩৭টি বুথে ভোট হবে। এর মধ্যে ১১০০ সংবেদনশীল ও ২৮টি ক্রিটিকাল বুথ রয়েছে। ২৮.১৩ লাখ ভোটার রয়েছেন। তার মধ্যে ১৩.৯৮ লাখ মহিলা ও ১৪.১৪ লাখ পুরুষ। তৃতীয় লিঙ্গের রয়েছেন ৭৭ জন ভোটার।
বিজেপি ৫৫টি আসনে লড়ছে। তার সহযোগী প্রার্থী দিয়েছে ৬টি আসনে। এদিকে এবার বাম ও কংগ্রেসের মধ্যে আসন বোঝাপড়া হয়েছে ত্রিপুরায়। বামেরা এবার ৪৭টি আসনে প্রার্থী দিয়েছেন। ১৩টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। এদিকে ৪৭টি আসনের মধ্যে ৪৩টি আসনেই প্রার্থী দিয়েছে সিপিএম। বাকি আসনে বাম শরিকরা প্রার্থী দিয়েছেন।

এদিকে রাজপরিবারের সদস্য প্রদ্যোত কিশোর দেববর্মা এখন তিপরা মোথার প্রধান। ওই দল ৪২টি আসনে এককভাবে প্রার্থী দিয়েছে। তবে প্রদ্যোৎ কিশোর নিজে অবশ্য এবার ভোট প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
এদিকে তিপরা মোথাকে পাশে পেতে এবার মূল স্রোতের রাজনৈতিক দলগুলো চেষ্টার কোনো ত্রুটি করেনি। তবে শেষ পর্যন্ত তিপরা মোথা অবশ্য এককভাবেই লড়ছে। তবে ওই দলের তরফ থেকে জানানো হয়েছে, বৃহত্তর তিপরাল্যান্ডের সাংবিধানিক সমাধান না হওয়া পর্যন্ত তারা অন্য কোনো দলের সঙ্গে সমঝোতা করবে না।

এদিকে এবার ত্রিপুরায় ভোটযুদ্ধে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেসও। ২৮টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ২ মার্চ ভোট গণনা করা হবে।
নজরকাড়া আসন : মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা টাউন বরদোয়ালি আসন থেকে লড়তে নেমেছেন। কংগ্রেসের আশিস কুমার সাহার বিরুদ্ধে তিনি ভোটে লড়তে নেমেছিলেন। কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন আগরতলা আসনে দাঁড়িয়েছেন। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির পাপিয়া দত্ত। ধনপুর আসন থেকে দাঁড়িয়েছেন প্রাক্তন বিজেপি এমপি প্রতিমা ভৌমিক। এই আসনটি বাম জমানার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারের খাসতালুক।

সব মিলিয়ে ২৫০টি নাকা চেকিং করা হচ্ছে এলাকায়। বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন এলাকায় কড়া সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। আসাম, মিজোরাম সীমান্ত এলাকাতেও কড়া নিরাপত্তা রয়েছে। সব মিলিয়ে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী থাকছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার প্রচারে গিয়েছিলেন ত্রিপুরায়। মোদী জানিয়েছিলেন ডবল ইঞ্জিনের কথা মমত জানিয়েছিলেন বেঙ্গল মডেলের কথা। সূত্র : হিন্দুস্তান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ