Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেবিদ্বারে শ্বশুরের গ্রামে গরু চুরি, জামাইসহ কারাগারে ৩

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩৭ পিএম | আপডেট : ৭:৪৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩


শ্বশুরের গ্রাম থেকে গরু চুরির ঘটনায় জামাইসহ আটক তিনজনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ বিষয়ে বুধবার সকালে গরুর মালিক আমির হোসেন বাদী হয়ে জামাইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
আটককৃতরা হলো- কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকার জুয়েল মিয়া (২৬), সাতরা এলাকার রাসেল মিয়া (২৮) ও বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের সুজন মিয়া (২৫)। তাদের মধ্যে জেলার বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকায় জুয়েলের শ্বশুরবাড়ি। গত সোমবার বিকেলে জুয়েল মিয়া দুই সহযোগীকে নিয়ে গরু চুরি করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, গরুটি বিক্রি করে তারা জুয়া খেলবেন বলে প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বুধবার সকালে বরুড়া থেকে দেবিদ্বার থানায় এসে তিন চোরের বিরুদ্ধে মামলা করেন গরুর মালিক।
আটক জুয়েল মিয়া বলেন, ‘দুই বন্ধুকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসি। বন্ধু রাসেল মিয়া আমার স্ত্রীর সঙ্গে বাজি ধরে বলে, আমরা তোমাদের বাড়ির আশ-পাশ থেকে যে কোন একটি জিনিস চুরি করব। তখন তার স্ত্রী বলে, ঠিক আছে পারলে চুরি কর। রাসেল মিয়া ও সুজন মিয়া পাশের গ্রাম থেকে একটি গরু নিয়ে আসে। তখন আমরা তিন বন্ধু মিলে গরুটি সিএনজিতে উঠিয়ে নিয়ে যাওয়ার পথে টহল পুলিশের হাতে আটক হই।’
দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর এ ঘটনায় একটি কালো রঙের গরু ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করার সত্যতা শিকার করে দৈনিক ইনকিলাবকে জানান, ১৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে আটককৃত তিনজন বরুড়ায় একটি গরু চুরি করে সিএনজি চালিত অটোরিকশায় করে আনে। পরে মঙ্গলবার গরুটি নিয়ে পার্শ্ববর্তী দেবিদ্বারের উপর দিয়ে যাওয়ায় সময় পুলিশের চেকপোস্টে তারা ধরা পড়েন। তিনি আরো বলেন, বরুড়া উপজেলার বিলপুকুরিয়া গ্রামে গ্রেপ্তার জুয়েল মিয়ার শ্বশুরবাড়ি। সোমবার বিকেলে রাসেল মিয়া ও সুজন মিয়াকে নিয়ে গরু চুরি করতে সেখানে যান তিনি। # #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামাই

১৮ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ