গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ফয়েজ আহমেদ ওরফে ফয়জুল ইসলাম ওরফে ফয়সাল ইসলাম ওরফে রাসেল ওরফে ভাগ্নে রাসেল ওরফে ভাইয়া রাসেল ওরফে জামাই রাসেল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গতকাল ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম জানান, গত সোমবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মো. ফয়েজ আহমেদকে গ্রেফতার করা হয়। এসময় তার সঙ্গে আরও কয়েকজন ছিল। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। ফয়েজ আহমেদকে তল্লাশি করে স্পেনের তৈরি একটি পিস্তল এবং ম্যাগজিনে লোডেড অবস্থায় দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।