মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা এবং জামাই জারেড কুশনার রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন। বুধবার তার ঘনিষ্ঠদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খুব শিগগিরই বিনিয়োগ প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছেন ইভাঙ্কা ট্রাম্পের স্বামী কুশনার। কুশনার কোম্পানিজের সাবেক প্রধান নির্বাহী জারেড কুশনার হোয়াইট হাউজে রিপাবলিকান প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি অ্যাফিনিটি পার্টনারস নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান খোলার চ‚ড়ান্ত পর্যায়ে রয়েছেন। এর সদর দফতর হবে মিয়ামিতে। ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে বিয়ে করা কুশনার তার নতুন প্রতিষ্ঠানের একটি কার্যালয় ইসরাইলে খুলতে চান। এর মাধ্যমে তিনি ইসরাইলের অর্থনীতির সঙ্গে ভারত, উত্তর আফ্রিকা এবং উপসাগরীয় এলাকার অর্থনীতির সংযোগ ঘটাতে আঞ্চলিক বিনিয়োগ সমন্বয়ের পরিকল্পনা করছেন। বিগত ছয় মাস ধরে মিয়ামিতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন জারেড কুশনার। এই সময়ে নিজের হোয়াইট হাউজের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন তিনি। আশা করা হচ্ছে আগামী বছর বইটি প্রকাশ পাবে। গত বছর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরে মধ্যস্ততা করেন জারেড কুশনার। যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তি স্বাক্ষরেও ভূমিকা রাখেন তিনি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।