Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতে অবৈধ বসতি অপসারণে গিয়ে মানুষসহ ঘরে আগুন দিলেন ম্যাজিস্ট্রেট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১৮ এএম

ভারতের উত্তর প্রদেশে একটি বাড়ির ভেতর মানুষসহ আগুন দেওয়ার অভিযোগ ওঠেছে এক ম্যাজিস্ট্রেট ও পুলিশের বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটেছে।
উত্তর প্রদেশের কানপুর দেহাট বিভাগের মাধুলি নামক একটি গ্রামে অবৈধ বসতি অপসারণে বুলডোজার ও পুলিশসহ গিয়েছিলেন ম্যাজিস্ট্রেট গনেশ্বর প্রসাদ।
ওই আগুনে পুড়ে প্রমিলা দিক্সিত নামের ৪৫ বছর বয়সী এক নারী ও নেহা নামের ২০ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। তারা সম্পর্কে মা ও মেয়ে। ওই সময় ঘরের অন্যরা তাদের বাঁচাতে গিয়ে দ্বগ্ধ হয়েছেন।
প্রথমে স্থানীয় পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ওই মা-মেয়ে নিজেরাই নিজ ঘরে আগুন দিয়েছেন। তবে মঙ্গলবার রাজ্য পুলিশ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। যার মধ্যে রয়েছেন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, স্টেশন হাউজ অফিসার এবং বুলডোজার অপারেটর। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং এবং ইচ্ছাকৃতভাবে ক্ষতিসাধনের মামলাও করা হয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ম্যাজিস্ট্রেট ও পুলিশ সরকারি খাস জমি থেকে অবৈধ বসতি স্থাপনকারীদের উচ্ছেদে অভিযানে গিয়েছিলেন।
যে মাধুলী গ্রামে এ ঘটনা ঘটেছে সেখানকার বাসিন্দারা জানিয়েছেন, সোমবার সকালে হঠাৎ বুলডোজার নিয়ে তাদের গ্রামে উপস্থিত হয় পুলিশ। উচ্ছেদের আগে তাদের কোনো পূর্ব নোটিশ দেওয়া হয়নি।
আগুনে পুড়ে মারা যাওয়া নারীর ছেলে শিভাম দিক্সিত বলেছেন, ‘মানুষ ভেতরে থাকা অবস্থায় তারা ঘরে আগুন লাগাতে থাকে। আমরা কোনোমতে বের হতে সমর্থ হই। তারা আমাদের মন্দির ভেঙে ফেলেছে। কেউ কিছু করেনি, এমনকি বিভাগীয় ম্যাজিস্ট্রেটও। সবাই পালিয়ে যায়, কেউ আমার মাকে বাঁচাতে পারেনি।’
এদিকে ওই অঞ্চলের পুলিশ কর্মকর্তা এসপি মুর্থি জানিয়েছেন, তারা জানতে পেরেছেন ওই নারী ও কিশোরী নিজ ঘরেই আগুন দিয়েছেন। কিন্তু এখন অন্য ঘটনার অভিযোগ পাওয়া গেছে। যদি তা সত্যি হয় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বর্তমানে ওই গ্রামে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনার পর পুলিশকে লক্ষ্য করে সাধারণ মানুষ ইট পাটকেল ছোড়েন। এরপর সেখান থেকে পুলিশ সরে যায়। সূত্র: এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ