মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকায় ত্রাণ সহায়তা প্রবেশে দু’টি সীমান্ত খুলে দিতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে একথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। খবর রয়টার্সের।
তিন মাসের জন্য খোলা হবে তুর্কি-সিরিয়া সীমান্তের দু’টি প্রবেশপথ। তুরস্ক থেকে আব আল সালাম ও আল রাই থেকে ঢুকবে ত্রান। সোমবার দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন জাতিসংঘের ত্রান বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। তখনই হয় এ সিদ্ধান্ত।
গ্রিফিথস বলেন, সিরিয়ার অভ্যন্তর বা অন্য দেশ থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে মানবিক সহায়তা পৌঁছাতে সম্ভাব্য সব পয়েন্টই ব্যবহারের সুযোগ দেয়া হবে। চলতি মাসের ৬ তারিখের ভয়াবহ ভূমিকম্পের পরও সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা নিয়ে দেখা দেয় জটিলতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।