বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। গতকাল মঙ্গলবার বিকেলে রিটার্নিং অফিসার ওই স্থগিতের সিদ্ধান্ত দেন। ফলে বুধবার অনুষ্ঠিতব্য ভোটে ১০টি ওয়ার্ডের মধ্যে সাতটিতে ভোট হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেলা পরিষদের ১০টি ওয়ার্ড এর মধ্যে ১ নম্বর ওয়ার্ড (সিটি করপোরেশনের ১ হতে ৯ নম্বর ওয়ার্ড), ২ নম্বর ওয়ার্ড (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ থেকে ১৮ নম্বর ওয়ার্ড) ও ৩ নম্বর ওয়ার্ড (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ড)। গত ২২ ডিসেম্বর সিটি করপোরেশন নির্বাচনের ভোট হয়েছে। আগে যারা কাউন্সিলর ছিল তারাই ভোট দেয়ার কথা। ফলে ২২ ডিসেম্বর নির্বাচিত কাউন্সিলরা ভোট দিতে পারছেন না।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান জানান, সিটি করপোরেশন এলাকার ভোটার নিয়ে একটি জটিলতায় নির্বাচন কমিশন তিনটি ওয়ার্ডে ভোট স্থগিত রাখতে বলেছে। কমিশনের সিদ্ধান্ত আমরা রিটার্নিং কর্মকর্তাদের জানিয়েছি। নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিমউদ্দিন জানান, নির্বাচন কমিশনের প্রেরিত এক চিঠির প্রেক্ষিতে ১ থেকে ৩ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।