Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুবিতে ছাত্রলীগের অস্ত্র মহড়া : অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ ও পরীক্ষা স্থগিত

কুবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ৫:৩০ পিএম | আপডেট : ৮:০১ পিএম, ২ অক্টোবর, ২০২২

অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর গতকাল শনিবার ক্যাম্পাসে অস্ত্রসহ বহিরাগতদের নিয়ে মহড়া দেয় ছাত্রলীগের একটি পক্ষ। প্রশাসনের নিরব ভূমিকার সুযোগে দেশীয় অস্ত্র নিয়ে বের হয়ে আসে হল শাখা ছাত্রলীগের নেতারা। এসময় প্রক্টরের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের বাগবিতণ্ডায় জড়াতে দেখা যায়।

এরপর রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হল বন্ধের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে পরবর্তী যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ রাখাসহ সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের হল ত্যাগ করার নির্দেশনা দেয়া হয়। আগামীকাল সকাল ৯টার মেয়েদেরকেও হল ছেড়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়।


এদিকে, আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের সকল ধরনের পরীক্ষাও স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব পরিবহন ছাড়া সব ধরনের পরিবহন ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে



 

Show all comments
  • jack ২ অক্টোবর, ২০২২, ১০:০৭ পিএম says : 0
    ইয়া আল্লাহ এই আওয়ামী জঙ্গী সন্ত্রাসীরা আমাদের দেশটাকে ধ্বংস করে ফেলেছে ইয়া আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে ফেলা এবং আমাদের দেশটাকে তোমার আইন দিয়ে চালাও তাহলে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারব
    Total Reply(0) Reply
  • Mohmmed Dolilur ৩ অক্টোবর, ২০২২, ১:২৭ এএম says : 0
    এরশাদের কথা মনে পড়ে উনি বলেছিলেন ছাত্র ছাত্রী আমাদের সন্তান ও ভাই বোন এরা আগে পড়া লেখা করবে পরে,রাজনৈতিক করবে,মন্ত্রী হবে এম পি হবে বিজ্ঞানী বিশেষজ্ঞ হবে,তাহার কথা কেউ শুনে নাই,সবাই বলেছিল রাজনৈতিক করলেই ভালো,কিন্তু এখন কোথায় ছেলে মেয়েরা মন্ত্রী এমপি বিজ্ঞানী বিশেষজ্ঞ,দেখা যাচ্ছে সরকার সবাই কে সন্ত্রাসী করছে,অথচ ওদের মা বাবা কত কষ্ট করে ওদের ভবিষ্যত্ গড়তে কত না কষ্ট করছে,কিন্তু কাজে আসছে না,কারন সরকার এদের লোভ লালসা দেখাইয়া বরবাদ করতেছে।
    Total Reply(0) Reply
  • Mohmmed Dolilur ২ অক্টোবর, ২০২২, ৯:২৯ পিএম says : 0
    এরশাদের কথা মনে পড়ে উনি বলেছিলেন ছাত্র ছাত্রী আমাদের সন্তান ও ভাই বোন এরা আগে পড়া লেখা করবে পরে,রাজনৈতিক করবে,মন্ত্রী হবে এম পি হবে বিজ্ঞানী বিশেষজ্ঞ হবে,তাহার কথা কেউ শুনে নাই,সবাই বলেছিল রাজনৈতিক করলেই ভালো,কিন্তু এখন কোথায় ছেলে মেয়েরা মন্ত্রী এমপি বিজ্ঞানী বিশেষজ্ঞ,দেখা যাচ্ছে সরকার সবাই কে সন্ত্রাসী করছে,অথচ ওদের মা বাবা কত কষ্ট করে ওদের ভবিষ্যত্ গড়তে কত না কষ্ট করছে,কিন্তু কাজে আসছে না,কারন সরকার এদের লোভ লালসা দেখাইয়া বরবাদ করতেছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীক্ষা স্থগিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ