নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইংলিশ প্রিমিয়ার লীগে সময়টা মোটেও ভালো কাটছেনা ইংলিশ জায়ান্ট চেলসির।গড়পড়তা পারফরম্যান্সে ইতিমধ্যে প্রায় ছিটকে পড়েছে শীর্ষ চারের দৌড় থেকে।গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে এগিয়ে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্টহ্যামের বিপক্ষে এগিয়ে গিয়েও পয়েন্ট হারিয়েছে ব্লুজরা।
আজ লন্ডন ডার্বিতে ওয়েস্টাহামের মুখোমুখি হয় চেলসি।ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। ব্লুজদের হয়ে একমাত্র গোলটি করেছেন ফেলিক্স। ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান এমারসন পালমিরি।
এই নিয়ে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়হীন থাকল। ২০২৩ সালে মাত্র একবার জয়ের দেখা পেয়েছে গ্রাহাম পটারের শিষ্যরা। জয়ের জন্য পটার জানুয়ারির দলবদলের সময়ে কেনা পাঁচজন ফুটবলারকেই প্রথম একাদশে সুযোগ দেন, তবে জয় শেষ পর্যন্ত অধরাই থেকে গেল চেলসির কাছে।শেষে ভিএআরের কারণে ওয়েস্ট হ্যামের একটি গোল বাতিল না হলে হারের লজ্জায় পড়তে হত দলটির। এই ড্রয়ের পর ২২ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে ব্লুজরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।