Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ সন্তানের জনকের সাথে ২ সন্তানের জননীয় পরকীয়া, বিয়ের দাবিতে অনশন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০৬ এএম

পরকীয়ায় হাতেনাতে আটক হওয়ার পর বিয়ের দাবিতে এক বিধবা নারী প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন। ঘটনাটি ঘচটেছে ফরিদপুরের সালথায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার পর্যন্ত এ ঘটনায় কোনো সমাধান হয়নি।

জানা গেছে, অনশনকারী ৩২ বছর বয়সী ওই নারীর স্বামী ৬ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে দুটি ছেলে সন্তান নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করেন তিনি। ওই নারী বিধবা হওয়ার সুযোগ নেন প্রতিবেশী তিন সন্তানের জনক একই গ্রামের মৃত ইসরাইল মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর (৪০)। এক পর্যায়ে তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন।

গত বৃহস্পতিবার রাতে ওই নারীর ঘরে আসেন জাহিদ। বিষয়টি এলাকার লোকজন টের পেয়ে তাদের পাকড়াও করে হাতেনাতেই ধরে ফেলেন। ধস্তাধস্তি করে জাহিদ পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। রাত ২টার দিকে ওই নারী জাহিদের বাড়িতে গিয়ে ওঠেন। এ ঘটনায় উভয় পরিবার বিপাকে পড়েন।

অনশনকারী নারী বলেন, ‘এখন আমি সমাজে মুখ দেখাতে পারবো না। একমাত্র জাহিদের সঙ্গে আমার বিয়ে হলেই এর সমাধান হবে। অন্যথায় আমি কোথাও যাবো না। এখন যদি জাহিদ আমাকে বিয়ে না করে, মরণ ছাড়া আমার কোনো পথ খোলা নেই।’

এ বিষয়ে অভিযুক্ত জাহিদ মোবাইল ফোনে বলেন, ‘আমার সঙ্গে ওই নারীর কোনো সম্পর্ক নেই। স্থানীয় গ্রাম্য দলপক্ষের কারণে ওই নারীকে দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আওলাদ হোসেন বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনশন

১২ মার্চ, ২০২২
২৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ