Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি টাকা পেয়েই স্বামীদের রেখে প্রেমিকদের সঙ্গে পালালেন চার স্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৫ এএম

সরকারের কাছ থেকে টাকা পাওয়া মাত্রই নিজ স্বামীদেরকে রেখে প্রেমিকদের হাত ধরে পালিয়েছেন চার স্ত্রী। মূলত নিম্ন আয়ের মানুষদের গৃহ সমস্যা সমাধানে একটি প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরকার থেকে অর্থ সহায়তা দেয়া হয়। আর সহায়তার সেই অর্থ পেয়েই স্বামীদের ছেড়ে প্রেমিকদের হাত ধরলেন ওই চার জন।
ভারতীয় একাধিক গনমাধ্যম জানিয়েছে, এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। প্রধানমন্ত্রী আবাস যোজনা (পিএমএওয়াই) প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই অর্থ সহায়তা দেয়া হয়। তবে এই প্রকল্পের সুবিধাভোগী হতে হলে পরিবারের নারী প্রধানকে ঘরের মালিক বা সহ-মালিক হওয়াটা বাধ্যতামূলক করে দিয়েছে কেন্দ্র।এই প্রকল্পের আওতায় অর্থ সহায়তা পাওয়া ওই চার নারী টাকা পেয়েই সেটির ‘সৎ’ ব্যবহার করেছেন। তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ৫০ হাজার রুপি করে ঢোকার পর নিজ নিজ স্বামীকে রেখে পালিয়ে যান ওই চার নারী।
জানা যায়, এখন দু’টি সমস্যার মুখোমুখি হয়েছেন ওই চার নারীর স্বামীরা। প্রথমত তারা আশঙ্কা করছেন, জেলা নগর উন্নয়ন সংস্থা (ডিইউডিএ) তাদের সতর্ক করবে, কেননা তারাও এখন ঘর নির্মাণ শুরু করেননি। দ্বিতীয়ত কিস্তির টাকা পরিশোধের জন্য নোটিশ পাওয়ারও আশঙ্কা করছেন তারা। এজন্য তাদের স্ত্রীদের অ্যাকাউন্টে কিস্তির টাকা আর না পাঠাতে ডিইউডিএ’র কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছেন ওই চার নারীর স্বামী। ঘর নির্মাণের জন্য ডিইউডিএ নোটিশ পাঠানোর পর পুরো বিষয়টি সামনে আসে। সুত্র: এনডিটিভি।



 

Show all comments
  • Manasd ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৩ পিএম says : 0
    Good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ