Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চরভদ্রাসনে স্পিডবোট দুর্ঘটনায় আরো ১ জনের লাশ উদ্ধার: মৃতের সংখ্যা ৬

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪০ পিএম

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ সহিদুল ইসলাম (৩২) নামের আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্বার হওয়া লাশটি চরভদ্রাসন উপজেলা সদরের ফাজেলখার ডাঙ্গী গ্রামের মৃত- শেখ চাঁনমিয়ার ছেলে সহিদুলের মরদেহ।

বৃহস্পতিবার, (৯ ফেব্রুয়ারি) উপজেলার পদ্মা নদী থেকে ফায়ার ডিফেন্স ও নৌ-পুলিশের একটি (ডুবুরি) দল লাশটি উদ্ধার করে।

এর আগে গত (৫ ফেব্রুয়ারি) রবিবার সকালে পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় সুকুমার হালদার নামের একজনের মৃত্যু হয়। তার বাড়ী ফরিদপুর ১৮ নং ওয়ার্ডের ভাটীলক্ষীপুর।

৯ ফেব্রুয়ারি, পর্যন্ত স্পিডবোট দুর্ঘটনায় নিহতের সংখ্যা মোট ৬ এ দাড়াঁলো।

চরভদ্রাসন থানার ফায়ার ডিফেন্স এর (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. মোর্তূজা ফকির গনমাধ্যমকে কে জানান উল্লেখ্য, গত (৫ ফেব্রুয়ারি) রবিবার সকালে উপজেলার পদ্মা নদীতে দুই স্প্রিডবোটের সংঘর্ষ ঘটে। এতে প্রথমাবস্থায় মাত্র একজন নিহতের খবর জানাযায় এবং একজনের লাশই উদ্বার হয়।

এছারা ওই ঘটনায় আরো ৫ জনের নিখোঁজ থাকে।

নিখোঁজদের উদ্বার করতে, প্রশাসনের নির্দেশে গত সোমবার, বিকাল থেকে নিখোঁজদের খোজেঁ ঢাকা, ফরিদপুর, চরভদ্রাসন ফায়ার ডিফেন্স এর তিনটি ইউনিট ও নৌ-পুলিশের একটি টিম দুর্ঘটনার স্থানসহ সম্ভাব্য আশেপাশের বিভিন্ন স্থানে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করি।

উদ্ধার অভিযানে পদ্মা নদী থেকে এপর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধার শেষে লাশগুলোর পরিচয় সনাক্ত করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ