মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উদ্ভট এক প্রস্তাব উত্থাপন করেছেন ভারতে যোগগুরু বলে পরিচিত রামদেব। তিনি বলেছেন, যেসব মানুষের দুটির বেশি সন্তান থাকবে তাদের ভোটাধিকার কেড়ে নেয়া উচিত। পাশাপাশি এমন মানুষের চাকরি ও অন্যান্য সুবিধাও কেড়ে নেয়া উচিত। নির্বাচনেও তাদেরকে নিষিদ্ধ করা উচিত। বুধবার তিনি এমন মন্তব্য করেছেন বলে খবর দিয়েছে অনলাইন জি নিউজ। পতঞ্জলীর প্রতিষ্ঠাতা রামদেব বলেন, যেসব মানুষের দুটির বেশি সন্তান থাকবে তাদেরকে সরকারি স্কুল, হাসপাতাল ব্যবহার করতে দেবেন না। সরকারি চাকরি দেবেন না। তাতে জনসংখ্যা স্বয়ংক্রিয়ভাবেই নিয়ন্ত্রণে চলে আসবে। আলীগড়ে পতঞ্জলী পরিধান নামের একটি পোশাকের দোকান উদ্বোধন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন। এর আগে গত বছর নভেম্বরেও রামদেব একই রকম মন্তব্য করেছিলেন। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।