Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর পরিস্থিতি হবে : রামদেব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ভারতে বিতর্কিত নাগরিক তালিকার পক্ষে এবার সাফাই গাইলেন দেশটির অন্যতম যোগগুরু বাবা রামদেব। তিনি বলেছেন, অবৈধভাবে বসবাসকারী প্রত্যেকটি মানুষের অবিলম্বে ভারত ছেড়ে চলে যাওয়া উচিৎ। প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ মানুষ অবৈধভাবে বসবাস করছেন ভারতে। এদের অবশ্যই চলে যাওয়া উচিৎ। শুক্রবার ভারতের হরিয়ানা রাজ্যের রোহতক জেলার দয়ানন্দ মঠের একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রামদেব বলেন, অবৈধ অভিবাসীরা দেশ না ছাড়লে এদেশে কাশ্মীরের মতো পরিস্থিতি তৈরি হবে। কাশ্মীর সমস্যার সমাধান আজ পর্যন্ত হয়নি, তাই দ্বিতীয়বার এই পরিস্থিতি এড়াতে নাগরিক তালিকা হওয়া খুবই প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। দেশটির দলিত ও পিছিয়ে পড়া গোষ্ঠীর উন্নয়নে সরকারের গৃহীত সংরক্ষণ ব্যবস্থা নিয়েও মন্তব্য করেছেন রামদেব। তিনি বলেন, শুধু দলিত ও পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য সংরক্ষণ- এই নিয়মের পরিবর্তন হওয়া দরকার। টাইমস অব ইন্ডিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ