Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুষার ঝড়ের কারণে ইস্তাম্বুলে দুই শতাধিক ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩৪ পিএম

তুরস্কের ইস্তাম্বুলে তুষার ঝড়ের কারণে আজ ও আগামীকালের দুই শতাধিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে তুর্কিশ এয়ারলাইন্স (টিএইচওয়াই)। শনিবার সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।

টিএইচওয়াই’র এক বিবৃতিতে বলা হয়েছে, প্রচণ্ড তুষার ঝড়ের কারণে ৫ ও ৬ ফেব্রুয়ারির নির্ধারিত ২৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে যে আবহাওয়া সংক্রান্ত জরুরি কমিটিতে (ম্যাডকম) এই ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

বিবৃতিতে জনসাধারণকে বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইট চেক করার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

আরো বলা হয়, তুষার ঝড়ের আগাম খবরের ভিত্তিতে ম্যাডকমের সিদ্ধান্ত অনুযায়ী ৫ ও ৬ ফেব্রুয়ারির ইস্তাম্বুলের ২৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ৭২টি অভ্যন্তরীণ ফ্লাইট এবং ১৬৬টি আন্তর্জাতিক। তবে বৈরি আবহাওয়ার কারণে আরো ফ্লাইট বাতিলের আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে। সূত্র : ডেইলি সাবাহ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ