Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপারগ্লু আঠা দিয়ে সাবমেরিন মেরামত, তদন্তের নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৭ পিএম

ব্রিটেনের একটি সাবমেরিনের নাট-বল্টু সুপারগ্লু দিয়ে মেরামতের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, একটি ট্রাইডেন্ট পরমাণু অস্ত্রবাহী সাবমেরিনের ভাঙ্গা নাট সুপারগ্লু দিয়ে ঠিক করার চেষ্টা করেছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা।
এ নিয়ে ব্রিটেনে রীতিমতো তোলপাড় শুরু চলছে। বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে ব্রিটিশ নৌবাহিনী রয়্যাল নেভি।
সম্প্রতি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন এইচএমএস ভ্যানগার্ড-এর রিঅ্যাক্টর চ্যাম্বারের ‘কুলিং পাইপ’-এর একটি নাট খুলে পড়ে যায়। যা নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার সময় নজরে আসে। এ সময় সুপারগ্লু দিয়ে নাট মেরামত করার বিষয়টিও জানা যায়। বিষয়টি নিয়ে প্রথম খবর প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, অতিরিক্ত কষার কারণে কিছু নাটের মাথা ঢিলা হয়ে খুলে আসছিল। কিন্তু নাটের মাথাগুলো বদলানোর পরিবর্তে সেগুলো সুপারগ্লু দিয়ে ঠিক করার চেষ্টা করা হয়। আর এ কাজটি করেছে সাবমেরিনটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যাবচকের কর্মীরা।
সমস্যাটি ধরা পড়ার পর ব্যাবচকের প্রকৌশলীরা এটাকে একটি ‘পদ্ধতিগত ত্রুটি’ হিসেবে রিপোর্ট করে। তবে তা সুপারগ্লু দিয়ে মেরামতের বাজে উপায়ের কথা এড়িয়ে যান তারা। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর বিতর্ক শুরু হয়। এরপরই জরুরি তদন্তের নির্দেশ দেয়া হয়।
ব্রিটিশ নৌবাহিনী রয়্যাল নেভির একটি সূত্র ক্ষোভ প্রকাশ করে বলেছে, ‘এটা খুব বাজে একটা ব্যাপার। আপনি পরমাণুর সঙ্গে মশকরা করতে পারেন না। কাজের ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট বজায় রাখতেই হবে। পরমাণু সম্পর্কিত কাজে কখনই আপস করা যায় না।’



 

Show all comments
  • কামরুল ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১০ পিএম says : 0
    এই ঠিকাদার হয় ভারতীয় নয়তো বাংলাদেশী। তবে এরা যে এশিয়ার কোন দেশের, তাতে সন্দেহ নেই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তদন্তের নির্দেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ