বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোর্ট রিপোর্টার : শ্লীলতাহানির অভিযোগে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকরসহ পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে করা মামলা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম এ আদেশ দেন। এর আগে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার এক গৃহবধূ বাদী হয়ে এ মামলা করেন। মামলার অপর আসামিরা হলো- মুগদা থানার এসআই আবদুল কাদের (১নং আসামি), যাত্রাবাড়ী থানার এসআই জসিম, জামাল ও কনস্টেবল দেবাশীষ।
মামলায় অভিযোগ করা হয়, রাজধানীর মুগদা থানার এসআই আবদুল কাদেরের মেয়ের সঙ্গে মামলার বাদিনীর ছোট ভাই ইমরানের ২০১৫ সালের ৪ অক্টোবর বিয়ে হয়। পরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ইমরানের বিরুদ্ধে মামলা করা হয়। ইমরান আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান। পরে যাত্রাবাড়ী থানার ওসি ইমরানকে দেখা করতে বলেন। পরে যাত্রাবাড়ী থানায় গিয়ে এসআই জসিমের সঙ্গে দেখা করলে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। ইমরান ঘুষ দিতে অস্বীকার করে চলে আসেন। পরে ২০১৫ সালের ৩ ডিসেম্বর ইমরানকে ১নং আসামির বাসায় ডেকে এনে ব্যাপক নির্যাতন করা হয়। এরপর মামলার বাদিনীকে ফোন করে ওই বাসায় আসতে বলা হয়। বাদিনী বোনকে নিয়ে আসলে ১ থেকে ৩নং আসামি অসৎ উদ্দেশ্যে যৌন কামনা চরিতার্থে তার হাত ধরে টানাটানি করে এবং বিবস্ত্র করার চেষ্টা করে। এছাড়া শরীরের বিভিন্ন স্পর্শকতার স্থানে হাত দেয়। বিষয়টি জানাজানি হলে তাদের গাড়িতে করে যাত্রাবাড়ী থানায় নিয়ে আসা হয়। এ সময় ওসি বাদিনীর সঙ্গে অশোভন আচরণ করে এবং হাত ধরে টানাটানি করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।