Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেআইনীভাবে বেতন-ভাতা উত্তোলনের অভিযোগে তদন্তের নির্দেশ

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা

পার্বতীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা স্বীকৃতির মেয়াদ শেষ হওয়ায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি অংশ উত্তোলনপূর্বক আত্মসাৎ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার তদন্তের নির্দেশ প্রদান করেছেন। গত ২ জুন মাহাফিজুল ইসলামের স্বাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি আবেদন দাখিল করলে গত ৫ জুন নির্বাহী অফিসারের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মাধ্যমিক শিক্ষা অফিসারকে  তদন্তের আদেশ প্রদান করেন। অভিযোগপত্র থেকে জানা যায়, বিধি মোতাবেক পার্বতীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার স্বীকৃতি ও শিক্ষার্থী না থাকা  সত্ত্বেও বেআইনীভাবে শিক্ষক-কর্মচারীদের নামে বেতন-ভাতা সরকারী অংশের টাকা উত্তোলনের বিরুদ্ধে অভিযোগে মাদ্রাসার স্বীকৃতির মেয়াদ গত ৩০/০৬/২০১৫ তারিখে শেষ হয়েছে। অভিযোগপত্র থেকে জানা গেছে, দীর্ঘকাল যাবত আলীম শ্রেণীতে অর্থনীতি বিষয়ে কোন শিক্ষার্থী অধ্যয়নরত না করা সত্ত্বেও প্রভাষক (অর্থনীতি) শাহ্ আলম চৌধুরী (এলইসি-৩৯৭৬৪) সে প্রতি মাসে সরকারি অংশ বাবদ ২৮,০৬০ টাকা উত্তোলন করে যাচ্ছে, যা সরকারি কোষাগারে ফেরৎ নেয়া যোগ্য। গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা সরকারি অংশের টাকা উত্তোলনের তদন্তের বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী জানান, অনিয়মের তদন্ত দায়িত্ব পেয়েছি। মাদ্রাসাটি খুললেই তদন্তের কার্যক্রম শুরু করা হবে। শুরু হলেই বেরিয়ে পরবে অনিয়মের ঘটনাটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেআইনীভাবে বেতন-ভাতা উত্তোলনের অভিযোগে তদন্তের নির্দেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ