গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
কোর্ট রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপির বহিষ্কৃত নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বাদী হয়ে এ মামলা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা ইসমাইল মোহাম্মাদ গোলাম রসুল।
এ বিষয়ে বাদীর আইনজীবী বাহারুল আলম বাহার সাংবাদিকদের জানান, ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনসারী বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে মতিঝিল থানার ওসিকে আগামী ৭ নভেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য আদেশ দিয়েছেন। মামলার অভিযোগ করা হয়, গত ২৫ সেপ্টেম্বর রাতে ইরাদ সিদ্দিকী তার ফেসবুক আইডিতে স্ট্যাটাসে শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।