মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দরপতন অব্যাহত থাকায় নতুন শেয়ার বা FPO ছাড়ার প্রক্রিয়া স্থগিত করলো ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ। বুধবার (১ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেয়া হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ঘোষণায় জানানো হয়, ২০ হাজার কোটি রুপির নতুন শেয়ার ছাড়ার যে সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল; সেটি আপাতত কার্যকর হচ্ছে না। এরইমধ্যে যারা এফপিওতে আবেদন করেছেন, তাদের অর্থ ফেরত দেয়ার কথাও জানিয়েছে আদানি গোষ্ঠী।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে কেন্দ্রীয় বাজেট ঘোষণার দিনই ভারতের অর্থনীতি বড় ধাক্কা খেলো।
সম্প্রতি ভারতীয় শিল্পগোষ্ঠীর ‘প্রতারণা’ নিয়ে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান- হিন্ডেনবার্গ প্রতিবেদন প্রকাশের পরই দরপতন ঘটছে তাদের সাতটি সংস্থার শেয়ারের। অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে আদানি গ্রুপ। উল্টো হিন্ডেনবার্গকে লিখেছে ৪১৩ পাতার জবাব। যাতে তাদের রিপোর্টকে ভিত্তিহীন বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।