Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বছর শেষে এক গানে জোট বাঁধলেন তারা

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সংগীত পরিচালক অদিত, মডেল-অভিনয়শিল্পী জুটি তৌসিফ-স্পর্শিয়া এবং নির্মাতা তানিম রহমান অংশু। বছরজুড়েই তারা নানা চমক দিয়ে আসছেন গান বাজারে, ইউটিউবে। সংগীত ঘরানার এই প্রিয় মানুষগুলো বছর শেষে এবার জোট বাঁধলেন। সেটি কণ্ঠশিল্পী নাহিদ মেহেদীর নতুন একটি গানকে ঘিরে। সারা বছরের নানা মাত্রিক সফল্যের রেশ ধরে রাখতেই তাদের এই সম্মিলিত আয়োজন। ‘হারালো অজানায়’ শিরোনামের এই গানটির সুর-সংগীতায়োজন করেছেন অদিত। লিখেছেন সূচি। কণ্ঠ দিয়েছেন নাহিদ মেহেদী। সম্প্রতি সিলেটের বিভিন্ন নৈসর্গিক লোকেশন ঘুরে সেই গানটির দৃষ্টিনন্দন ব্যয়বহুল ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। সংশ্লিষ্ট সবার উদ্দেশ, বছর শেষে তাদের ভক্ত-দর্শক-শ্রোতাদের একসঙ্গে চমকে দেয়া। গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক অদিত বলেন, ‘গানটির ভিডিও নির্মাণের সময়ও আমি উপস্থিত ছিলাম। কারণ, আমি চেয়েছি বছরের শেষ উপহার হিসেবে এটি যেন দারুণ কিছু হয়। আর নাহিদ মেহেদী প্রসঙ্গে এটুকুই বলব, দারুণ কণ্ঠ তার। আমরা একসঙ্গে আরো অনেক কাজ করার পরিকল্পনা করছি।’ কণ্ঠশিল্পী নাহিদ মেহেদী বলেন, ‘সময়ের সাথে সাথে গান যায়, গান আসে। সেই ফাঁকে কিছু গান থেকে যায় মনের গহীন চিলেকোঠায়। অদিতের সুরে জাদু আছে। আমি আমার সবটুকু উজাড় করেই গেয়েছি। স্পর্শিয়া আর তৌসিফও গল্প অনুযায়ী অংশু ভাইয়ের নির্দেশনায় শতভাগ আশা পূরণ করেছেন। আমার দৃঢ় বিশ্বাস এই গানটি দর্শক শ্রোতাদের মনের গহীনে থেকে যাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ