Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেহেরপুরে মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ১১:১৬ পিএম

জেলায় আজ মাদক মামলায় মামুন মল্লিক এবং রবিউল ইসলাম নামের দুইব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও জনপ্রতি ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদন্ড প্রদান করেছে আদালত।
আজ রোববার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মামুন মল্লিক জেলার সদর উপজেলার বামনপাড়া গ্রামের মতি মল্লিকের ছেলে এবং রবিউল ইসলাম একই উপজেলার টেংরামারী গ্রামের ইজাল হোসেনের ছেলে।
এ মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট খন্দকার একরামুল হক হীরা ও ইয়ারুল ইসলাম।
মামলার বিবরনে জানা যায়, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর গোপনসূত্রে খবর পেয়ে মেহেরপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মোস্তফা শওকত জামান-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটিদল সাহেবপুর বাজার এলাকা থেকে সবজি বোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-২৩০৬) তল্লাশি করে আটশ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়, মামলা নং-৭। এ মামলায় ১০ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আজ বিচারক এ মামলার রায় ঘোষনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ