Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন পালিত

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের কালীগঞ্জে সারাবিশ্বের ন্যায় তুমলিয়া, রাঙ্গামাটি, দড়িপাড়া, নাগরী ও মঠবাড়ি গির্জাতে খ্রিষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উপলক্ষে ধর্মীয় উৎসব পালিত হয়েছে। গির্জাগুলিতে বড়দিন উপলক্ষে রঙিন বাতি ও ফুল দিয়ে সাজানো হয়েছে। গির্জায় আগতদের সাথে মতবিনিময় করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এবং বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।  গতকাল রবিবার সকালে তুমলিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত আলবিন  গোমেজের সভাপতিত্বে ও তুমলিয়া প্যারিস কাউন্সিলের সহ-সভাপতি বাদল বেনজামিন রোজারিওর পরিচালনায় অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এবং বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন সকাল থেকে গির্জায় আগত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান, সহকারী কমিশনার (ভ‚মি) প্রণতি বিশ্বাস, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আলম চাঁদসহ গির্জার ফাদাররা। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালীগঞ্জে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ