Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ পৌরসভার ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মাদক স¤্রাট মো. শহিদুল ইসলাম ভূট্টোকে (৪০) আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে তাকে আটক করা হয়। সে দড়িসোম গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকার পুরাতন ব্যাংকের মোড়ে মাদক স¤্রাট ভুট্টোর দোকানে অভিযান চালানো হয়। এ সময় তার দোকান থেকে ৬০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (১৪(৮)১৬) নং মামলা দায়ের করা হয়। গতকাল রবিবার দুপুরে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালীগঞ্জে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ