Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন মুরাদনগরে সদস্য প্রার্থী হাবিবকে এলাকা ছাড়া করার অভিযোগ

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মুরাদনগর উপজেলা সংবাদদাতা : আসন্ন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী সাংবাদিক হাবিবুর রহমানকে পরিকল্পিতভাবে মামলা দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, নির্বাচনী প্রচারণায় কর্মী-সমর্থকদের হুমকি-ধমকিসহ তার ‘হাতি’ প্রতীকের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগাতে দেয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান আসন্ন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের ৫ নম্বর ওয়ার্ড (মুরাদনগর উপজেলার অধিভুক্ত ১৬ ইউনিয়ন) থেকে সদস্য পদে প্রার্থী হন। দীর্ঘদিন যাবৎ সে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের কাছে নিজেকে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
ঠিক সে মুহূর্তে তার নির্বাচন ঠেকাতে পরিকল্পিতভাবে একটি মামলার ফাঁদে ফেলে তাকে এলাকা ছাড়া করা হয় বলে অভিযোগ উঠেছে। বর্তমানে আরো মামলার ভয় দেখিয়ে ওই ওয়ার্ডের অপর সদস্য প্রার্থী হাকিম সওদাগরের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এ ছাড়াও সাংবাদিক হাবিবের ‘হাতি’ প্রতীকে একটি ভোট পড়লে তাকে আজীবন কারাগারে থাকতে হবে বলে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। একদিকে পুলিশি গ্রেফতার আতঙ্ক ও অপরদিকে নির্বাচনের মাঠ ছেড়ে দেয়ার হুমকি-ধমকি ও ভয়-ভীতির মাত্রা এতই ভয়াবহ যে, সাংবাদিক হাবিব গা-ঢাকা দিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনগুলোও বন্ধ করে রেখেছেন। ফলে নির্বাচনী প্রচারণায়ও তার কর্মী-সমর্থকদের ভয়-ভীতি ও হুমকি-ধমকি দিয়ে ৫ নম্বর ওয়ার্ডের কোথাও ‘হাতি’ প্রতীকের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগাতে দিচ্ছে না অপর সদস্য প্রার্থী হাকিম সওদাগর সমর্থিত লোকজনেরা।
এ বিষয়ে কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ও মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। অপরদিকে অভিযুক্ত সদস্য প্রার্থী হাকিম সওদাগর জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান জানান, সাংবাদিক হাবিবুর রহমানের বিরুদ্ধে আইসিটি আইনে একটি মামলা হয়েছে। তাকে গ্রেফতার করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, এ সংক্রান্তে কেউ অভিযোগ করেনি। সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ