Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়া নূর উদ্দিন অপুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৩, ৩:০৩ পিএম

কারাবন্দী মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর মু্ক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে মিয়া নূর উদ্দিন আহমেদ অপু মুক্তি পরিষদ। সংগঠনটির আহ্বায়ক মো. বাদল সরকারের নেতৃত্বে মিছিলটি বিজয় নগর পানির ট্যাংকির সামনে থেকে কাকরাইল মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।

বাদল সরকার বলেন, ২০১৮ সালের নির্বাচনে মিয়া নূর উদ্দিন আহমেদ অপু বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পর তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। হামলায় গুরুতর আহত হলে শরীয়তপুরে তার চিকিৎসা সম্ভব হয়নি, তখন দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সময় অসুস্থ অবস্থায়, মিথ্যা বানোয়াট মামলায় তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন কারাবন্দী থাকায় অপু ভাই আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। আমরা মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করছি। নাহলে রাজপথে আন্দোলনের মাধ্যমে অপুসহ সকল রাজবন্দীদের মুক্ত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ