মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শিগগিরই পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। পাক অধিকৃত কাশ্মীরসহ দেশটির দুটি প্রদেশ ভারতের সঙ্গে সংযুক্ত হবে বলে দাবি করেছেন যোগগুরু রামদেব।
বৃহস্পতিবার ভারতের সাধারণতন্ত্র দিবস উপলক্ষে হরিদ্বারে পতঞ্জলি যোগপীঠে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। এ সময় পাকিস্তানকে নিয়ে এ বিস্ফোরক দাবি করেন।
তিনি বলেন, বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশ ভারতের সঙ্গে সংযুক্ত হবে। বাকি অংশ পাকিস্তান হিসেবে থেকে যাবে।
তিনি আরও বলেন, পাকিস্তানের অর্থনীতির সব সূচক এখন নেতিবাচক। দেশটিতে বৈদেশিক মুদ্রা, বিশেষ করে ডলারের মজুত প্রতিদিন কমছে; মূল্যস্ফীতি আকাশচুম্বী এবং সেই সঙ্গে কমছে প্রবাসী আয়। বর্তমানে পাকিস্তানের যা পরিস্থিতি তাতে কিছু দিনের মধ্যেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ওই দেশ।
প্রসঙ্গত, বেলুচিস্তান ও সিন্ধুকে বাদ দিলে পাকিস্তানে আর মাত্র দু’টি প্রদেশ রয়েছে। একটি লাহোর এবং অপরটি খাইবার পাখতুনখোয়া। যোগগুরুর কথা সত্যি হলে বর্তমান পাকিস্তানের অর্ধেকের বেশি অংশ ভারতের মধ্যে চলে আসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।