নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল টুর্নামেন্টের ঘাম ঝরানো ম্যাচে শেষ পর্যন্ত হার মেনে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কিরগিজস্তান ৩-২ সেটে হারায় বাংলাদেশকে। এ জয়ে কিরগিজরা এক ম্যাচ হাতে রেখেই পৌঁছে গেছে টুর্নামেন্টের ফাইনালে। তবে এখনো লাল-সবুজদের সুযোগ হাতছাড়া হয়নি। আজ শেষ ম্যাচে বাংলাদেশ যদি মালদ্বীপকে হারায় এবং কিরগিজস্তান হারিয়ে দেয় নেপালকে তবে সেই ক্ষেত্রে ফাইনালে জায়গা পাবে লাল-সবুজরা। কারণ পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল এবং তৃতীয় ও চতুর্থ দল খেলবে র্যাঙ্কিংয়ের জন্য।
কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াইটা সহজ হবে না এটা সবারই ধারণা ছিল। ম্যাচের প্রথম সেটে বাংলাদেশ ১৭-১৭ পয়েন্টে সমান তালে লড়াই করলেও শেষ পর্যন্ত ২৩-২৫ পয়েন্ট হেরে যায় বাংলাদেশ। ২য় সেটেও যে ভয়ঙ্কর লড়াই হল, আধিপত্য বিস্তার করতে পারেনি কোনো দলই। ১৭-১৭, ২০-২০, ২১-২১, ২৩-২২, ২৩-২৩ এমন অবস্থায় বাংলাদেশ ২৫-২৩ পয়েন্টে জয় পায়। কিরজিস্তান। ১-১ সমতায় তৃতীয় সেট শুরু হলে দু’দলই চড়াও হয়ে খেলতে থাকে। এক পর্যায়ে পয়েন্ট দাঁড়ায় ২০-২০, ২১-২২। কঠিন পরিস্থিতিতে শেষ পর্যন্ত কিরগিজরা ২৫-২৩ পয়েন্টের জয় তুলে নেয় ব্যবধানে হেরে যায়। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে চতুর্থ সেট শুরু করে অতিথি কিরগিজস্তান। এ সেটে জয় পেলেই ম্যাচ জিতবে তারা। এমন পরিস্থিতিতে জমে উঠে লড়াই। শেষ পর্যন্ত দুর্দান্ত খেলে বাংলাদেশ ২৫-২৩ পয়েন্টে হারিয়ে দেয় কিরগিজস্তানকে। ফলে ২-২ ব্যবধানে সমতা ফিরে এসে মাচ গড়ায় পঞ্চম সেটে। এটাই শেষ সেট এবং তা অনুষ্ঠিত হয় ১৫ পয়েন্টে। কিরগিজস্তান ১২-১১ পয়েন্টে জয় তুলে নিয়ে পৌঁছে যায় ফাইনালে। ম্যাচ সেরার পুরস্কার পান বিজয়ী দলের টুকটুই নুর মোহাম্মাদ। দিনের প্রথম ম্যাচে মালদ্বীপ ৩-০ সেটে হারায় আফগানিস্তানকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।