Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাত-পা ও তালুতে ঘাম ঝরা

| প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:১০ এএম

শরীরে এমন কিছু ত্বকজনিত সমস্যা বা রোগ রয়েছে যা ভুক্তভোগি রোগিরা গুরুত্ব দেন না। কিন্ত যাদের এই সমস্যাটি রয়েছে তাদের চিকিৎসা প্রয়োজন। চর্মজনিত এই সমস্যাটি হলো হাত, পা ও হাতের তালুতে অতিরিক্ত ঘাম ঝড়া। এর কিছু কারন রয়েছে। যেমন –

১. অজ্ঞাত
২. বংশগত
৩. রাগ, ভয়, দূশ্চিন্তা,
৪. হাত ও পায়ে ব্যাকটেরিয়া বা ফাংগাল ইনফেকশন
৫. হরমোনের সমস্যা- ডায়াবেটিস, থাইরয়েড হরমোনের সমস্যা, রজ: নির্বত্তি।
৬. বিপাক ক্রিয়ার সমস্যা
৭. ক্যানসার জনিত সমস্যা-ফিওক্রোমসাইটোমা, লিম্ফোমা।
৮. অটোইমুইন ডিসঅর্ডার-রিইমাটয়েড আর্থাইটিস, এসএলই।
৯. কিছু ঔষধ

চিকিৎসা ঃ
১. কারণ খুজে পেলে তার চিকিৎসা করতে হবে
২. ড্রাই কেয়ার-নামে একটি লোশন ঔষধের দোকানে পাওয়া যায়, সেটি হাত ও পায়ের তালুতে সকালে ও রাতে লাগাতে হয়
৩. খাবার ঔষধ-প্রোপানথালিন ব্রোমাইড।
৪. ইনজেকসন
৫. আয়েনটোফোরেসিস
৬. অপারেশন

উপরোক্ত চিকিৎসা ছাড়াও এর রয়েছে অত্যাধুনিক আয়োনটোফরেসিস চিকিৎসা পদ্ধতি।
আয়োনটোফরেসিস হাত ও পা ঘামার সব চেয়ে কার্যকর চিকিৎসা পদ্ধতি। ১৭০০ সাল থেকে চিকিৎসা বিজ্ঞানে এই পদ্ধতি ব্যবহার হয়ে আসছে। কিন্ত‘ ১৯৪০ সাল থেকে ব্যাপক ভাবে ব্যবহৃত হচ্ছে। এখানে একটি মেসিন থাকে, যেটি দূর্বল বিদ্যুৎ তৈরী করে। এই বিদ্যুৎ তারের মাধ্যমে ৪ টি স্টেইনলেস স্টিল প্লেটে প্রবাহিত হয়। প্লেটের উপর ভিজা টাওয়েল থাকে। রোগী ভিজা টাওয়েলের উপর হাত ও পা রাখে। একটি সেসনে সাধারণত ১৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। ভালো হওয়ার আগ পর্যন্ত; সপ্তাহে সাধারণত ৩ দিন এই চিকিৎসা নিতে হয়। একবার ভালো হলে সাধারণত অনেক দিন পর্যন্ত রোগীর হাত ও পা ঘামা বন্ধ থাকে।

ডা. এস এম বখতিয়ার কামাল
সহকারী অধ্যাপক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
(চর্ম যৌন অ্যালার্জি)
ডাঃ কামাল হেয়ার এন্ড স্কীন সেন্টার,
১৪৪ গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা।
সেল- ০১৭১১৪৪০৫৫৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালুতে ঘাম ঝরা

১০ সেপ্টেম্বর, ২০২১
আরও পড়ুন