Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজশাহীতে খাদ্যে বিষক্রিয়ায় ১৮ মাদরাসা শিক্ষার্থী হাসপাতালে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ১০:৩১ এএম

রাজশাহীতে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়া অন্তত ১৮ জন মাদরাসা শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই গোদাগাড়ী উপজেলার বুজরুক রাজারামপুর এলাকার মহিলা হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।
রাজশাহীর সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক জানান, অসুস্থ শিক্ষার্থীদের সবাইকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এদের মধ্যে ৫ জনকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন বলেন, 'শিক্ষার্থীদের সবাই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। তারা এখন বিপদমুক্ত। কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, খায়রুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি মাদরাসার প্রায় ৪৫ জন শিক্ষক ও শিক্ষার্থীকে দুপুরের খাবার খাওয়ান। তিনি এ খাবার পাঠান বিকেল ৩টার দিকে। কিন্তু শিক্ষার্থীরা সাধারণত ১টার দিকে তাদের দুপুরের খাবার খায়।
ওসি আরও জানান, সন্ধ্যার দিকে কিছু মেয়ে বমি করতে শুরু করে। পরে আরও কয়েকজনের একই অবস্থা হয়। পরে রাত ৮টার দিকে মাদরাসা কর্তৃপক্ষ তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিষক্রিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ