Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঝালকাঠিতে খাদ্যে বিষক্রিয়ায় তাবলিগ জামাতের ২০ জন অসুস্থ

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ৪:৩৭ পিএম

ঝালকাঠিতে খাদ্যে বিষক্রিয়ায় তাবলিগ জামাতের ২০ জন অসুস্থ পড়েছেন। রবিবার সকালে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানায়, ঠাকুরগাঁও থেকে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের মসজিদে তাবলিগ জামাতের একটি দল আসেন। শনিবার রাতে জামাতে আসা মুসল্লিরা খাবার খেয়ে ঘুমি পড়েন। রবিবার সকালে তাঁরা ঘুম থেকে উঠে অসুস্থ হয়ে পড়েন। প্রত্যেকেরই বমি, পেটে ব্যাথা, মাথা ব্যাথার সঙ্গে শরীর দুর্বলতা রয়েছে। স্থানীয় লোকজন তাদের সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এর মধ্যে ৬ জন সুস্থ হয়েছেন। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদ্যে বিষক্রিয়ার কারণেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জাফর আলী দেওয়ান বলেন, 'রোগীদের প্রধান সমস্যা পেট খারাপ, বমি এবং পেটে ব্যথা। এ পর্যন্ত সব মিলিয়ে ১৪জন রোগী ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিষক্রিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ