Inqilab Logo

শুক্রবার , ৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৯ যিলক্বদ ১৪৪৪ হিজরী

জাপানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৪

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ৯:৩৭ পিএম

পশ্চিম জাপানের কোবেতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। আহতদের অবস্থা গুরুতর। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির এক কর্মকর্তা জানান শনিবার (২১ জানুয়ারি) এক জরুরি কলের মাধ্যমে তিন তলা ভবনে আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিস বিভাগকে সতর্ক দেওয়া হয়।
ফায়ার ডিপার্টমেন্টের মাসাতোশি সুমিতানি বলেছেন, ৪০-৭০ বছর বয়সী চারজন ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। জাপানি মিডিয়ার খবরে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে ভবনের বেশিরভাগ বাসিন্দা বয়স্ক পুরুষ।
কিয়োডো নিউজ জানায়, আগুনের সূত্রপাতের সময় প্রথম তলার একটি জানালা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পুলিশ এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করবে বলে জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ