Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিকরগাছায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ৫:৩২ পিএম

যশোর ঝিকরগাছা উপজেলার কিত্তিপুর গ্রামে জমির ক্ষেত থেকে আয়না খাতুন নামের এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার কিত্তিপুর মজ্জেল হোসেনের ধান ক্ষেত থেকে এ লাশ উদ্ধার হয়। আয়না খাতুন ঝিকরগাছা কালী মন্দির এলাকার মৃত বিল্লাল হোসেনের স্ত্রী ও মৃত মসলেম আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, আয়না খাতুন মানসিক ভারসাম্যহীন। তিনি প্রায়ই বাড়ির পাশে পাগল বেশে ঘুরে বেড়াতেন। শুক্রবার রাত নয়টার দিকে আয়না খাতুনকে কালীমন্দিরের পাশে ঘুরে বেড়াতে দেখা যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।
পরের দিন সকালে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। এদিকে, ঘটনার পর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে তিনি হাটছিলেন এমন সময় ওই ক্ষেতে পড়ে যান। প্রচন্ড শীতে স্টোক জনিতকারণে তার মৃত্যু হতে পারে। তবে, এখনি কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্টের উপর বিস্তারিত বলা যাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ