Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরলে গণিত উৎসব অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিরল (দিনাজপুর) থেকে : দিনাজপুরের বিরলে গতকাল শনিবার গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিরল সায়েন্স একাডেমির আয়োজনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহযোগিতায় পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে ৫ম বিরল নামক এ গণিত উৎসব অনুষ্ঠিত হয়। এবারে উৎসবে ৮৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা ১ঘন্টার লিখিত পরীক্ষা, সঙ্গিত পরিবেশন ও মজার পর্ব-প্রশ্নোত্তর এর মাঝে দীর্ঘসময় উপভোগ করে।
গণিত উৎসবে উপস্থিত ছিলেন, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র গণিত বিভাগের চেয়ারম্যান ও বিরল সায়েন্স একাডেমি’র সভাপতি অধ্যাপক ড. মোঃ মামুনুর রশিদ, বিরল উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীর, দিনাজপুর সায়েন্স একাডেমি’র সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক, হাবিপ্রবি’র ম্যানেজমেন্ট বিভাগের সহযোগি অধ্যাপক ও বিরল সায়েন্স একাডেমি’র সহ-সভাপতি মোঃ কুতুব উদ্দিন, স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিয়াউল হক সিজার প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালক বিরল সায়েন্স একাডেমির সমন্বয়ক প্রভাষক বিধান কুমার দত্ত শিক্ষার্থীদের মুখস্থ, মাদক ও মিথ্যাকে না বলার অঙ্গিকার করান। পুরুস্কার বিতরণের আগে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। উৎসবের সমাপনী পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ১ জন ফার্স্ট রানার্সআপ ২জন, সেকেন্ড রানার্সআপ ৬জন ও জুনিয়রে চ্যাম্পিয়ন ২ জন, ফার্স্ট রানার্সআপ ১০ জন, সেকেন্ড রানার্সআপ ০৯ জনকে পদক ও টি-শার্ট দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুষ্ঠিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ