বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) হোস্টেলে এক ইন্টার্ন চিকিৎসকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। গত বুধবার রাত ১২টার দিকে হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে কুমিল্লা কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা জানিয়েছেন।
নিহত চিকিৎসকের নাম মিনহাজ আবেদিন ভূঁইয়া। ২৬ বছরের মিনহাজের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে।
মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ জানান, ২৪তম ব্যাচের শিক্ষার্থী মিনহাজ ইন্টার্ন চিকিৎসক হিসেবে দায়িত্বরত ছিলেন।
সহকর্মীদের বরাতে পরিদর্শক ত্রিনাথ সাহা জানান, বুধবার রাত ১০টায় মিনহাজের হাসপাতালে ডিউটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু রাত ১১টায় পরও তিনি ডিউটিতে না যাওয়ায় সহকর্মীরা মিনহাজকে খুঁজতে তার কক্ষে যান।
এ সময় অ্যাপ্রোনা পরা মিনহাজকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার কক্ষে ঝুলতে দেখেন তারা। ওই কক্ষে মিনহাজ একাই থাকতেন।
পরিদর্শক ত্রিনাথ বলেন, “ঘরে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল- ‘আমার মৃত্যুর জন্য আমি ছাড়া কেউ দায়ী না’। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।”
সহকর্মীরা জানিয়েছেন, কয়েকদিন ধরে মিনহাজ কারো সঙ্গে তেমন কথাবার্তা বলছিলেন না। তবে ব্যক্তিগত জীবনে তার কোনো সমস্যা ছিল কি না, অন্যরা তেমন কিছুও জানতেন না।
মিনহাজের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মন্তব্য করেছেন পুলিশ কর্মকর্তা ত্রিনাথ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।