পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম আশরাফুল হক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডীন প্রফেসর শেখ মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন। উক্ত বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এমএ খালেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রফেসর ড. এমএম মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. এবিএম আব্দুল্লাহ, এসোসিয়েট প্রফেসর মো. রেজাউল করিম ভুইয়া ও সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে অত্র বিভাগের বিদায়ী ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বিদায়ী অনুষ্ঠান সমাপ্ত হয় এবং এতে বিভাগের নবীন ও প্রবীণ ছাত্র-ছাত্রীরা গান, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।