Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে ধান ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ২:৫১ পিএম

রাজবাড়ী সদর উপজেলার পারসাদিপুর গ্রামে একটি ধান ক্ষেত থেকে কুটিজান বেগম ( ৬৫ ) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুটিজান বেগম মূলঘর ইউনিয়নের পারসাদিপুর গ্রামের মৃত সৈয়দ আলীর স্ত্রী ও আকবরের মাতা।
বুধবার (১৮ জানুয়ারী ) দুপুরে তার মরদেহ উদ্ধার করেছে রাজবাড়ী থানা পুলিশ।

পার সাদিপুরের পার্শবর্তী গ্রামের বাসিন্দা ও শহিদ ওহাবপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্বাস আলী মিয়া বলেন, কুটিজান বেগম একজন বৃদ্ধা মানুষ। সে গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়। এরপ বুধবার দুপুরে একটি ধান ক্ষেতে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যে ভিত্তিতে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। এ মৃত্যুর আসল রহস্য বের করতে পুলিশ সদস্যরা কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ