Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সীতাকুণ্ডে পৃথক স্থান থেকে শিশুসহ দুইজনের লাশ উদ্ধার

সীতাকুণ্ড(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ৮:৪৫ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক স্থান থেকে শিশুসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে ।আজ (১৭ জানুয়ারি)মঙ্গলবার পৌরসভাস্থ ইদিলপুর ও সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকা থেকে এদুটি লাশ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়,সীতাকুণ্ড পৌরসভাস্থ ৮নং ওয়ার্ডের দক্ষিণ ইদিলপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ১৬ মাস বয়সের শিশুপুত্র নাবিল দুপুরের দিকে পরিবারের অজান্তে খেলারত অবস্থায় ঘরের বাইরে বের হয়ে যায়।পরে দুপুর আনুমানিক ১টার দিকে বাড়ির পাশের পুকুরে নাবিলের লাশ ভাসতে দেখে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক নাবিলকে মৃত ঘোষনা করে। এদিকে নিহত শিশু নাবিলের চাচা মোঃ আসলাম বলেন, নাবিল পরিবারের অজান্তে দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে নিহত হয়।অপরদিকে বগুরা জেলার আদমদিঘী ইউনিয়নের বাসিন্দা মোঃ ইসাক আলীর ছেলে মোঃ ইউসুফ(৩৮)সীতাকুণ্ড উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের সীতলপুর বগুলা বাজার এলাকায় অবস্থিত সুমন কাটিং নামের একটি সেলুনে কাজ করতেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাইরে রাতের খাওয়ার শেষে রাত ১২টার দিকে তার ভাড়াবাসা বগুলা বাজার এলাকায় চলে যান।মঙ্গলবার সকাল ১০টায় ইউসুফ তার কর্মস্থলে না আসায় সেলুনের লোকজন ও ভাড়া ঘরের মালিক সাবেক ইউপি মেম্বার জালাল উদ্দিনসহ ৪/৫ জন লোক দীর্ঘক্ষণ দরজায় ডাকা ডাকি করেও কোনো সাড়াশ্বব্দ না পেয়ে এক পর্যায়ে ধাক্কা দিয়ে দরজা ভেঙে তার মরদেহ দেখতে পান ।পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে এদিন দুপুর আড়াইটার দিকে যুবক ইউসুফের লাশ উদ্ধার করেন বলে জানিয়েছেন ওসি তোফাইল আহমেদ ।তিনি আরো বলেন যুবক ইউসুফ নিহতের বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ